সাহসী পুলিশ কনস্টেবল সোহেল রানাকে পুরস্কৃত করল যশোর জেলা পুলিশ

0

লোকসমাজ ডেস্ক ॥ যশোরে চিকিৎসক সেজে প্রতারণাকারী চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করে সাড়া ফেলে দেওয়া পুলিশ কনস্টেবল সোহেল রানাকে তাঁর পেশাগত দায়িত্ব পালনে সাহসী ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার রওনক জাহান কনস্টেবল সোহেল রানার হাতে এই পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, ডিএসবি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবীব, খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবুল ইসলামসহ জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরা।

জানা যায়, দীর্ঘদিন ধরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মেডিকেল অ্যাপ্রোন পরে একটি প্রতারকচক্র রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। কনস্টেবল সোহেল রানা কয়েক মাস ধরে এই চক্রের বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং তাদের পেছনে লেগে থাকেন। অবশেষে গত ৭ জুলাই সোমবার হাসপাতাল থেকে এই চক্রের সদস্য আব্দুর রহিম রাকিবকে তিনি হাতেনাতে আটক করেন।

নিজের এই অর্জনের বিষয়ে সোহেল রানা বলেন, “এটি আমার দায়িত্ব ছিল। তবে এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। আমি কৃতজ্ঞ।”

তিনি আরও জানান যে, প্রতারণার একাধিক অভিযোগ আসার পর থেকেই তিনি বিষয়টি খতিয়ে দেখছিলেন এবং শেষ পর্যন্ত এক সদস্যকে ধরতে সক্ষম হন।

যশোরের পুলিশ সুপার রওনক জাহান সোহেল রানার এই তৎপরতাকে পুলিশের পেশাদারিত্বের এক অনন্য উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “এমন সাহসিকতা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
এই ঘটনায় হাসপাতালের রোগী এবং তাদের স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছ