যশোরে শ্যালকের ছুরিকাঘাতে যুবক আহত, হাসপাতালে ভর্তি

0

স্টাফ রিপোর্টার ॥ পারিবারিক কলহের জেরে যশোরের বেজপাড়া এলাকায় শ্যালকের ছুরিকাঘাতে নুর মোহাম্মদ আকাশ (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার রাতে বেজপাড়া পূজা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। আহত আকাশকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নুর মোহাম্মদ আকাশ চাঁচড়া রায়পাড়া এলাকার বাবলু বিশ্বাসের পুত্র। স্বজনরা জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পারিবারিক গোলযোগের জেরে আকাশের আপন ছোট শ্যালক জিম (২৪) তাকে ছুরিকাঘাত করে। এতে আকাশ গুরুতর আহত হলে দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।