যশোরে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আ.লীগ কর্মী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপি’র অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে আব্দুর রহমান মৃধা ওরফে খোকন নামে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে শহরের পোস্টঅফিস পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি একই এলাকার এবাদত আলী মৃধার ছেলে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোতয়ালি থানা পুলিশের ওসি মো. আবুল হাসনাত খান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িতদের ধরতে গত শুক্রবার রাতে তারা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালান।

এ সময় পোস্টঅফিস পাড়া থেকে আব্দুর রহমান মৃধা ওরফে খোকন এবং আর এন রোড এলাকা থেকে রিয়াদুর রহমান নামে দুই জনকে আটক করেন। রাতভর জিজ্ঞাসাবাদ শেষে তারা জানতে পারেন, আব্দুর রহমান মৃধা ওরফে খোকন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি বর্তমানে গোপনে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালনে তৎপর ছিলেন। তাছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে শহরের লালদিঘির পাড়স্থ জেলা বিএনপি’র অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এ কারণে তাকে এই মামলায় আটক দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, অপর আটক রিয়াদুর রহমানের সাথে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ কারণে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, আটক আব্দুর রহমান মৃধা ওরফে খোকন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী ৬ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমনের ঘনিষ্ঠজন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, গত ২ জুলাই ‘স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন’ নামের একটি নতুন ব্যানারে কর্মসূচি পালন করা হয়। ওই কর্মসূচির মধ্যে ঢুকে সরকার বিরোধী ফায়দা নেওয়ার চেষ্টা করেন আওয়ামী লীগের লোকজন। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এসেছে। এ কারণে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে ধরতে গত শুক্রবার রাতে অভিযান পরিচালিত হয়।