অভয়নগরে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢল

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ এই স্লোগানে রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের অভয়নগরে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে জিয়ালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

তারুণ্যের সমাবেশ উপলক্ষে এদিন দুপুর থেকে বৃষ্টির মধ্যে ভিজে ব্যানার, ফেস্টুন, মাথায় ফিতা বেঁধে ও দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে। বিকাল ৪ টার মধ্যে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।

সমাবেশ খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এস.এম মুন্না হোসেনের সভাপতিত্বে বিএনপি নেতা জসিম উদ্দিন সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী শহিদুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি আবু নঈম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, বিএনপি নেতা আঃ মজিদ, হাবিবুর রহমান খোকন,নওয়াব আলী,সেচ্ছা সেবক দল নেতা হাবিবুর রহমান মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান সরোায়ার হোসেন ফারাজী,শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম টুলু, সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলী খান, সাধারণ সম্পাদক এসএম ইয়ার আলী, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাওলাদার, সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক নাসির উদ্দিন মিলন।