চুড়ামনকাটিতে ২৩টি সোনার বারসহ আটক ২

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদরের চুড়ামনকাটিতে শনিবার ২৩টি বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। এদিন ভোরে চুড়ামনকাটির মুরাদগড় বাসস্ট্যান্ড থেকে ৩ কেজি ৯৫ গ্রাম ওজনের ওই সোনার বারসহ তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম ও চুয়াডাঙ্গার জীবননগরের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান।

যশোর ৪৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল শনিবার ভোরে মুরাদগড় বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। এক পর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে হেটে আসতে দেখে তাদের দাঁড়ানোর জন্য সংকেত দেন। পরে তাদের শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা।

বিজিবি কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন ঢাকার সদরঘাট এলাকার একটি চক্রের কাছ থেকে তারা স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় বিজিবি কোতয়ালি থানায় মামলা করেছে। শনিবার দুপুরের পর আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে যশোর শহরের নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে দুই দফা অভিযান চালিয়ে ১৫ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছিলেন বিজিবি সদস্যরা।