ঝিকরগাছায় রাস্তার সোলিংয়ে নিম্নমানের ইট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় রাস্তার সোলিংয়ে নিম্নমানের ইটের ব্যবহার ও রাস্তার দুই পাশে পর্যাপ্ত মাটি না দেওয়ার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এটি এন্টারপ্রাইজের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মনিটরিং কমিটি।

তিন সদস্যের মনিটরিং কমিটির সদস্যরা হলেন, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী তাসরিফ হোসেন ও জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ। মনিটরিং কমিটির সদস্য জাইকা প্রতিনিধি বলেন, ত্রুটিপূর্ণ রাস্তা ঠিক করেছেন কিনা তিনি জানেন না।

তবে রাজবাড়িয়ার রাস্তার অবস্থা খুব খারাপ (এখনো ঠিক হয়নি) উল্লেখ করে বলে শংকরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবলু বলেন, ঠিকাদাররা তাদের ইউনিয়নে যেসব কাজ করেছে তার মান খুব খারাপ।