চাঁচড়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুট ও মারধরের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার সৌদি প্রবাসী শহিদুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, স্ত্রী আসমা আক্তারকে মারধর ও টাকা লুট করেছে স্থানীয় একটি চক্র। হামলাকারীরা সকলেই আওয়ামী লীগের কর্মী এবং সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী আসমা আক্তার ৪ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
অভিযুক্তরা হলেন, চাঁচড়া মধ্যপাড়ার রেজাউল মল্লিক, তার ছেলে আরমান মল্লিক, ইসরাইল মল্লিকের ছেলে মিন্টু মল্লিক ও মেয়ে রেখা বেগম।

ভুক্তভোগী আসমা আক্তারের অভিযোগ, তার স্বামী শহিদুল ইসলাম সৌদি আরবে থাকেন। তাদের বাড়ির সামনে ইটের সোলিংয়ের রাস্তা। বৃষ্টি হলে ওই রাস্তায় পানি জমে যায়। বিগত দিনে অভিযুক্তরা ওই রাস্তাকে পুঁজি করে সংস্কারের নামে স্থানীয় লোকজনের কাছ থেকে টাকা তুলতেন। কিন্তু কোনো কাজ করতেন না।

এ ঘটনায় আসমা আক্তারসহ স্থানীয় অন্য লোকজন উল্লিখিতদের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। এ কারণে তারা তার ওপর ক্ষিপ্ত ছিলেন। গত ১ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা তার বাড়ির সামনে এসে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তারা প্রধান গেট ভেঙে ভেতরে ঢুকে আসমা আক্তারকে বেধড়ক মারধর করেন। আহত হওয়ায় পরে আসমা আক্তার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফেরার পথে তিনি খবর পান, অভিযুক্তরা তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর,২ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। পরে তিনি বাড়িতে ফিরে ভাঙচুর এবং লুটের সত্যতা পান।

পরবর্তীতে তিনি এ ঘটনায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদপেক্ষপ নেয়নি। তিনি আরও জানান, অভিযুক্তরা সকলেই আওয়ামী লীগের কর্মী এবং সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী। স্থানীয় একজন সাবেক ইউপি মেম্বার তাদের আশ্রয়দাতা।

যোগাযোগ করা হলে কোতয়ালি থানা পুলিশের এসআই চঞ্চল কুমার বিশ্বাস জানান, তারা বাড়ি ভাঙচুরের একটি অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।