চুয়াডাঙ্গায় মানসম্পন্ন আখ উৎপাদনের কলাকৌশল শীর্ষক মাঠদিবস অনুষ্ঠিত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ একর প্রতি আখের ফলন বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন আখ উৎপাদনে আধুনিক কলাকৌশল প্রয়োগ শীর্ষক মাঠদিবস চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কেরু এন্ড কোম্পানির আকন্দবাড়ীয়া পরীক্ষামূলক কৃৃষিখামারে অনুষ্ঠিত মাঠদিবসে সভাপতিত্ব করেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া।

উপব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাাঠদিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরু এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।

অনুষ্ঠানে বিশেষ ছিলেন কেরু চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ, বীজ) দেলোয়ার হোসেন, ব্যবস্থাপক (জৈব সার) জাকির হোসেন, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) চুয়াডাঙ্গা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ওবায়দুল্লাহ শেখ, আখচাষি মোরশেদুর রহমান লিঙ্কন, সিরাজুল ইসলাম মনি, শামিম হোসেন, আফজালুর রহমান ধীরু প্রমুখ।