ইবি শিক্ষার্থীর গল্প প্রতিযোগিতায় পুরস্কার লাভ

0

ইবি সংবাদদাতা॥ ওয়াটারএইড বাংলাদেশ আয়োজিত ‘পথে হলো দেখা” শিরোনামের প্রতিযোগিতায় “গল্প লেখা” ক্যাটাগরিতে দেশসেরা ১০ জনে স্থান পেয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী মারুফ হাসান। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া গল্পের মধ্যে থেকে ৩৫টি সেরা গল্প নির্বাচিত হয়েছে। এর মধ্যে সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়। পরে গল্প নিয়ে শর্ট ফিল্ম নির্মাণ করা হবে বলে জানান কর্তৃপক্ষ।

রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ী হিসেবে মারুফ হাসান ২৫ হাজার টাকা ,সার্টিফিকেট, সম্মাননাসহ বেশকিছু গিফট পান।

ওয়াটারএইড বাংলাদেশ, কিম্বার্লি-ক্লার্ক এবং সুইডেন সরকারের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত মে মাস থেকে চলা ছবি আঁকা (শিশুদের জন্যে) গল্প লেখা ও স্যোশাল কন্টেন্ট ক্রিয়েটর মিলিয়ে মোট ৩ ক্যাটাগরিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেন।

১৮-৩৫ বছর বয়সী তরুণদের গল্প লেখা প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া গল্পের মধ্যে থেকে ৩৫টি সেরা গল্প নির্বাচিত হয়েছে। এর মধ্যে সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়। পরে গল্পগুলো নিয়ে শর্ট ফিল্ম নির্মাণ করা হবে বলে জানান কর্তৃপক্ষ।

অনুভূতি জানাতে গিয়ে মারুফ বলেন, খুব একটা স্নিগ্ধ অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছি। বলতে পারেন একটা অলীক স্বপ্নের মতো লাগছে। আরো বেশি উচ্ছ্বসিত হচ্ছি আমার শুভাকাঙ্খীদের খুশি দেখে। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।