যবিপ্রবিতে ছাত্রীদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

0

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্রীদের আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। যবিপ্রবিতে প্রথমবারের মতো ছাত্রীদের এই ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। রোববার যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. হোসেন আল মামুন।

উদ্বোধনকালে তিনি বলেন, বর্তমান বিশ্বে পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেট এগিয়ে যাচ্ছে। আমাদের দেশের নারীরাও ক্রিকেটে পারদর্শী ইতোমধ্যে তারা প্রমাণ করেছে। ভালো মানের খেলোয়াড় তৈরি করতে হলে প্রাথমিক পর্যায় থেকে নারীদের ক্রিকেটে এগিয়ে আসতে হবে। নারীদের ক্রিকেটে আরও ভালো করতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে নারী ক্রিকেটে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। শরীরচর্চা শিক্ষা দফতরের পরিচালক ড. মো. রাফিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির আহ্বায়ক ড. সেলিনা আক্তার।বিজ্ঞপ্তি।