শৈলকুপায় লাম্পি স্কিন ডিজিজে শ’শ গবাদিপশু আক্রান্ত : ভ্যাকসিন সংকটে খামারিরা দিশাহারা

0

মফিজুল ইসলাম,শৈলকুপা (ঝিনাইদহ) ॥ শৈলকুপায় গবাদিপশুর ‘লাম্পি স্কিন ডিজিজ’ ভয়াাবহ রূপ ধারণ করেছে। ভাইরাসজনিত এই চর্মরোগে আক্রান্ত হয়ে ইতোমধ্যে শ’শ গরু অসুস্থ হয়েছে। এ ঘটনায় খামারির দিশাহারা হয়ে পড়েছেন। এই মুহূর্তে দ্রুত ভ্যাকসিন প্রয়োজন হলেও তীব্র সংকট দেখা দিয়েছে।

লাম্পি স্কিন ডিজিজ এক নীরব ঘাতক। সিনিয়র ভেটেরিনারিয়ান মেজর (অব.) ডা. মুহাম্মদ মেহেরুল হাসান এই পরিস্থিতিকে ‘উদ্বেগের কারণ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন,গরুর জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি খামারিদের ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন করতে পারে।

তিনি আক্রান্ত গরুর যে বিভীষিকাময় লক্ষণগুলো তুলে ধরেন, তা রীতিমতো গা শিউরে ওঠার মতো। গরুর শরীরের তাপমাত্রা ১০৫-১০৭ ডিগ্রি ফারেনহাইট হবে, খাবারে অরুচি হবে। জ্বর আর যন্ত্রণায় গরু খাওয়া ছেড়ে দেবে, ফলে দ্রতই হয়ে পড়বে কঙ্কালসার। গরুর মাথা, ঘাড়, পা, ওলান এবং যৌনাঙ্গসহ সারা শরীরে চামড়া ফুলে ফোসকা তৈরি হবে, লোম উঠে দগদগে ক্ষত সৃষ্টি হবে। চোখ, নাক ও মুখ দিয়ে অনবরত পানি ও লালা ঝরবে, অনেক সময় গরু অন্ধ হয়ে যেতে পারে। পায়ে ফোলা ও পুঁজ রক্ত বের হতে পারে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে।

ধলহরা চন্দ্র গ্রামের আলিম মিয়া, পরীক্ষিত কুমার কুণ্ডু ক্ষোভের সাথে অভিযোগ করে বলেন, যখন তাদের চোখের সামনে গরুগুলো প্রতিবছরই ধুঁকে ধুঁকে মরছে, একটি ভ্যাকসিনের জন্য তারা হাহাকার করছেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা রাসেল আহমেদ জানান, ‘প্রতিদিনই খামারিরা হাসপাতালে ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে বাছুর ও গরু নিয়ে আসছেন। আমরা সাধ্যমত চিকিৎসা ও পরামর্শ দিচ্ছি।’ তবে ভ্যাকসিন সংকট থাকার কথা স্বীকার করে তিনি বলেন, বাইরে থেকে ভ্যাকসিন কিনে গরুকে দেওয়ার জন্য খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে।