ফ্যাসিবাদের পতনের পর দেশবাসী ভোটের জন্য উন্মুখ হয়ে আছে : অধ্যাপক নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর দেশবাসী ভোটের জন্য উন্মুখ হয়ে আছে। সেই ভোট আগের কায়দায় হোক এটি তারা কখনোই চান না। কারণ ফ্যাসিস্টের মতো কেউ ফিরে এসে নিজের আখের গোছাবে, জনগণের ওপর জুলুম-নির্যাতন করবে এটা কখনোই জনগণ প্রত্যাশা করে না। এর জন্য জুলাই অভ্যুত্থান হয়নি। তাই নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন, সেটি দ্রুত সময়ের মধ্যে শেষ করে জনগণের ভোট প্রদানের সুযোগ করে দিতে হবে।

তিনি বলেন, আজকে জুলাই যোদ্ধা বলে একটি গোষ্ঠী তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু আমরা কারও অবদানকে খাটো করে দেখতে চাই না। সকল শ্রেণি-পেশার মানুষসহ সমগ্র জনতা মাঠে না নামলে জুলাই অভ্যুত্থান সম্ভব হতো না। এটিকে কেন্দ্র করে কাউকে বিশেষ সুবিধা দেওয়া কিংবা তাদেরকে উস্কানি দিয়ে বিভিন্ন দাবির অজুহাতে কেউ দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।

শনিবার যশোর জেলা বিএনপি আয়োজিত দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচিতে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, যে সময়টা পার করছি সেটি খুব বেশি অনুকূল নয়। বিএনপি সব সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আসছে। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের কথা বলবে, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। আজকে আমাদের সদস্য সংগ্রহ অভিযান নির্বাচনের প্রস্তুতির অংশ।

তিনি সদস্য সংগ্রহ অভিযানের ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আমরা পার করেছি। কার মধ্যে দলের নীতি-আদর্শ আছে, কার নেই; কারা মুনাফেকি করেছে, কারা অনুকূল পরিবেশে দলে ফিরতে চান- এসকল বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। সকলকে সতর্ক থাকতে হবে, যাতে করে দলের মধ্যে যেন অনুপ্রবেশকারী ঢুকতে না পারে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি-আদর্শ মেনে এবং তার ১৯ দফা কর্মসূচিকে ধারণ করে সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদকে মুক্ত করার শপথ নিয়ে রাজনীতি করি। আমরা সেই নেতার দল করি যে নেতার সততা, নীতি-নৈতিকতা নিয়ে আজ পর্যন্ত কেউ আঙুল তুলতে পারেনি। আমাদের নিজের জীবনেও তার প্রতিফলন ঘটাতে হবে।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, অতীতের সকল বিভেদ ভুলে এখন সময় ঐক্য তৈরির। জনগণ আমাদের প্রতি যে আস্থা রেখেছে, এখনো রাখছে, তার প্রতিদান দেওয়ার সময় এসেছে। বিগত দিনের মতো জনগণের সকল সুখ-দুঃখের সাথী হতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে। আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্টের দোসরদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে।

পরে অধ্যাপক নার্গিস বেগম নিজের সদস্য পদ নবায়ন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নী, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।