শ্যামনগর মহসীন কলেজে ছাত্রদলের আনন্দ মিছিল

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। রোববার কলেজ ক্যাম্পাসে এ মিছিল হয়।

মিছিলে শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্মআহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, নবগঠিত কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত,সিনিয়র সহসভাপতি ফারজানা আক্তার লাকী,সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টোকন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদাউস, সাংগঠনিক সম্পাদক মোস্তাহিন আহন্মদ আকাশ প্রমুখ অংশ নেন।