পুলিশের প্রতি জনগণের আস্থা অর্জনের আহ্বান অতিরিক্ত আইজির

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ পুলিশের অতিরিক্ত আইজি (লজিস্টিকস্ অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই-২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা নতুন বাংলাদেশে জনগণের আস্থা ও পুলিশ বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। জন আকাঙ্খার প্রতি সর্বদা সম্মান প্রদর্শন করে দেশ ও জনগণের ভাবমূর্তি সমুন্নত রাখতে সর্বদা প্রচেষ্টা থাকবে।

রোববার সকালে খুলনার মীরেরডাঙ্গা পুলিশ ট্রেনিং সেন্টারের ৫৮তম ট্রেইনিং রিক্রুট কনস্টেবল(টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি টিআরসিদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণে সব বিষয়ে সেরা টিআরসি নির্বাচিত শেখ সোহেল রানা, অ্যাকাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি তামীম হুসাইন, মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি কাওছার হাবিব শেখ ও মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি সোহানের হাতে সম্মাননা ট্রফি তুলে দেন ।

সমাপনী কুচকাওয়াজে ৬টি কোম্পানির মোট ৮১৭ জন টিআরসি শিক্ষানবিশ পুলিশ সদস্য মৌলিক প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ ট্রেনিং সেন্টারের ইনেন্সপেক্টর রমেশ চন্দ্র বিশ্বাস।

এরআগে সকালে প্রধান অতিথি খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছালে পিটিসির কমান্ড্যান্ট ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী তাকে অভ্যার্থনা জানান।

সমাপনী কুচকাওয়াজে কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার, খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক, কর্নেল এ কে এম রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন।