বাঘারপাড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে আটক- ১

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ যশোরের বাঘারপাড়ায় ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত আব্দুল মান্নান মোল্লাকে (৫৬) পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

আব্দুল মান্নান উপজেলার দরাজহাট ইউনিয়নের সৈয়দ মাহমুদপুর গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে। শিশুটির মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বাঘারপাড়া থানা পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার শিশুটিকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান আব্দুল মান্নান। এ ঘটনায় শিশুটির মা সোমবার রাতে বাঘারপাড়া থানায় মামলা করেন। এদিন গভীর রাতে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।