যশোর পৌরসভার ফুটপাত উচ্ছেদ অভিযান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ফুটপাতগুলো অবৈধ দখলমুক্ত করতে সোমবার অভিযান চালিয়েছে পৌরসভা। সকাল ১১টায় জজ কোর্টের সামনে থেকে শুরু হওয়া এই অভিযান একটানা সাড়ে তিন ঘণ্টা ধরে চলে এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে ভ্রাম্যমাণ দোকান ও অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ অভিযানের বিষয়ে জানান, শহরের সিভিল কোর্ট, কালেক্টরেট মার্কেট সংলগ্ন সড়ক, দড়াটানা মোড়, প্যারিস রোড এবং এইচএমএম রোডের একটি অংশে এই অভিযান পরিচালিত হয়েছে। ফুটপাতের ওপর বসানো সব ধরনের ভ্রাম্যমাণ দোকান এবং ফুটপাতের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত স্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে।

যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। রোববার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় শহরের ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বি.এম কামাল আহমেদ বলেছেন, ‘আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের সুবিধা নিশ্চিত করতে পৌরসভা কোনো ধরনের অবৈধ দখল মেনে নেবে না।’

অভিযান চলাকালীন যশোর পৌরসভার ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক, আবু বকর সিদ্দিকী, মেহেদী হাসান এবং নয়ন হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।