ঝিকরগাছায় শিশু সোহানা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলার বায়সা-চাঁদপুর দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী সোহানা খাতুনকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ও ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।
বায়সা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসীর ব্যানারে সোমবার সকাল ১০টার দিকে মাদ্রাসা সংলগ্ন বায়সা বাজারে এ মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কবির হোসেন।

বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মালেক, অভিভাবক সদস্য রবিউল ইসলাম মিলন, মাস্টার মনিরুজ্জামান, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহসভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবী সংগঠন সেবার প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, ডা. ইবাদ আলী, সোহানার পিতা আব্দুল জলিল, বায়সা বাজার কমিটির সভাপতি মোরশেদ আলম, স্বপ্নচূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী বিশ্বাস, গ্রামবাসী তরিকুল ইসলাম, জুয়েল রানা, জুলফিকার আলী, নাহিদ হাসান প্রমুখ। বক্তারা ধর্ষকের ফাঁসি দাবি করেন।

মাদ্রাসাছাত্রী সোহানা খাতুনকে নয়ন নামে এক যুবক ঈদের দিন তার বাড়িতে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করে। পরে পুলিশ নয়নকে আটক করে।