চৌগাছায় খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে মিছিল ও স্মারকলিপি পেশ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলার জগন্নাথপুর, গরিবপুর ও ফুলসারা গ্রামের পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে স্থানীয় কৃষকরা সোমবার সকালে মিছিল করেছে। শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বর্ষা মৌসুমে উপজেলার জগন্নাথপুরসহ এ অঞ্চলের পাঁচটি গ্রামের পানি স্বাভাবিক গতিতে প্রবাহিত না হওয়ায় প্রায় ৩ হাজার একর ধান প্রতি বছর নষ্ট হয়ে যায়। যার ফলে কৃষকের কোটি কোটি টাকার ক্ষতি হয়। পানি অপসারণের দাবিতে এই অবস্থায় স্থানীয় কৃষকরা সোমবার সকালে চৌগাছা বাজারে মিছিল বের করে। মিছিলটি চৌগাছা বাজার ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে কৃষকরা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের কাছে স্মারকলিপি পেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল আলেক, ইউপি সদস্য আব্দুল লতিফ, মধু মিয়া, মামুন মিয়া, আয়ুব হোসেন, শামসুল হক, মাসুম বিল্লাল, ফারুক হোসেন, রুহুল আমিন দুলু প্রমুখ।