ঈদের পরে নিত্যপণ্যের দাম বেড়েছে

0

শেখ আব্দুল্লাহ হুসাইন ॥ পবিত্র ঈদুল আজহার পরে বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে। বিশেষ করে অস্বাভাবিকহারে দাম বেড়েছে বিভিন্ন সবজির। বেড়েছে চাল,আলু, মুরগি ও ডিমের দাম। ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি তীব্র খরায় সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে হাটে ধানের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে চালের ওপর। রোববার যশোরের বড় বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।

বড় বাজারে ঈদের পর বেশ কিছু সবজির দাম অস্বাভাবিকহারে বেড়েছে। রোববার ভালো মানের বেগুন বিক্রি হয়েছে প্রতি কেজি মানভেদে ১০০ থেকে ১২০ টাকা, ঈদের আগে বিক্রি হয়েছিল ৫০/৬০ টাকা। টমেটো বিক্রি হয়েছে মানভেদে ১০০ থেকে ১২০টাকা, ঈদের আগে বিক্রি হয়েছিল ৪০/৫০ টাকা। উচ্ছে বিক্রি হয়েছে ১০০ টাকা, ঈদের আগে বিক্রি হয়েছিল ৭০/৮০ টাকা। করোলা বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা, ঈদের আগে বিক্রি হয়েছিল ৪০ টাকা। কাঁচামাল ব্যবসায়ী নাসির আলী জানান, সম্প্রতি লাগাতার তীব্র খরায় সবজির আবাদে অনেক ক্ষতি হয়েছে। এ কারণে বাজারে চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় সবজির দাম বেড়েছে।

এদিকে,বাজারে দাম বেড়েছে সরু চালের। রোববার বড় বাজার চালবাজারে বাংলামতি চাল প্রতি কেজি বিক্রি হয়েছে মানভেদে ৮২ থেকে ৮৪ টাকা, ঈদের আগে বিক্রি হয়েছিল ৮০/৮৪ টাকা। মিনিকেট চাল বিক্রি হয়েছে মানভেদে ৬৪ থেকে ৭০ টাকা, ঈদের আগে ছিল ৬২/৭০ টাকা। তাছাড়া অন্যান্য চালের দাম অপরিবর্তিত রয়েছে। ব্রি-৬৩ চাল ৬৮ টাকা, ব্রি-৪৯ চাল ৫৬ টাকা, ব্রি-২৮ চাল মানেভেদে ৫৬ থেকে ৬০ টাকা, কাজললতা চাল ৬৪ টাকা, স্বর্ণা চাল ৫২ টাকা ও হীরা চাল ৪৮ টাকায় বিক্রি হয়েছে।

যশোর বড় বাজার চাল ব্যবসায়ী সমিতির সভাপতি সুশীল কুমার বিশ্বাস জানান, বর্তমানে বিভিন্ন হাট থেকে মিল মালিক ও মজুদদাররা প্রচুর পরিমাণে ধান কিনছেন। এ কারণে বাজারে সরু চালের দামে প্রভাব পড়েছে। তিনি আরও জানান, বর্তমানে হাটে রড মিনিকেট ধান প্রতি মণ ১৩৫০ টাকা থেকে বেড়ে ১৪৭০ ও ১৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর বাংলামতি ১৭৫০ থেকে বেড়ে ১৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঈদের পরে বাজারে দাম বেড়েছে গোল আলুর। রোববার প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ২৫ টাকা। যা ঈদের আগে দীর্ঘ সময় ধরে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। ব্যবসায়ী বিকাশ সাহা জানান, কৃষকের গোলার মজুদ আলু শেষ হয়ে এসেছে। এ কারণে সরবরাহ কমে আলুর দাম বেড়েছে। তবে ইতোমধ্যে কোল্ডস্টোরেজে মজুদ গোল আলু বাজারে আসা শুরু করেছে।

বেড়েছে খামারের মুরগির দাম। রোববার সোনালি মুরগির কেজি বিক্রি হয়েছে ২৫০ টাকা, ঈদের আগে ছিল ২৩০ টাকা, তাছাড়া ব্রয়লার মুরগি ও লেয়ার মুরগির দাম যথাক্রমে ১৭০ ও ৩২০ টাকা অপরিবর্তিত রয়েছে। ঈদের পরে খামারের মুরগির ডিমের দামও হালি প্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। রোববার বাজারে প্রতি হালি ডিম ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হয়েছে, ঈদের আগে ছিল ৩৮ টাকা হালি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গবাদিপশু কুরবানির কারণে বড় বাজার কাঠেরপুলে ১৮/২০ টা গরুর মাংসের দোকানের মধ্যে মাত্র ৪/৫টা দোকান খোলা আছে। আগের দামে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।