অভয়নগরে প্রবাস ফেরত যুবক খুন

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগর উপজেলার নাউলী গ্রামে বিদেশ ফেরত হাসান শেখকে (৩০) গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার সকালে পুলিশ নাউলী গ্রামের একটি ঘেরের পাড় থেকে হাসান শেখের লাশ উদ্ধার করে। নিহত হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

হাসানের বড় ভাই স্থানীয় বিএনপি নেতা মুন্না শেখ জানান, দীর্ঘ ৮বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফিরেছেন হাসান। দেশে ফিরে ২ মাস আগে তিনি ফুলতলা উপজেলার বরণপাড়া গ্রামের আজাদ মোড়লের মেয়ে সালমা বেগমকে বিয়ে করেন। প্রতিদিনের মতো বন্ধুদের সাথে গভীররাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলেন তিনি। রোববার ভোরে নাউলি গ্রামের তবিবুর রহমান তার ঘেরপাড়ে হাসানের গলাকাটা লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হাসানের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে ওই গ্রামের বাসিন্দা সাগর, জামিল, চঞ্চল নামের তিন যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে।

নিহত হাসানের বড় ভাই মুন্না আরো বলেন, আমার ভাই বিদেশ থেকে আসার পর থেকে বন্ধুদের নিয়ে গভীররাত পর্যন্ত বাইরে আড্ডা দিতেন। বন্ধুদের পেছনে প্রচুর টাকা নষ্ট করতেন। ঘটনার দিনও বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে ছিলেন। মাদকের কারণে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে তিনি ধারণা করছেন।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত চলছে। আইনগত পদক্ষেপ প্রক্রিধীন।