সাংবাদিক নেতা জুবায়েরের পিতা মোহাম্মদ উল্লাহর ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক ইউনিয়ন যশোরের দপ্তর সম্পাদক ও দীপ্ত টিভির যশোর প্রতিনিধি মো. জুবায়ের আহমেদের পিতা মোহাম্মদ উল্লাহ(৬০) ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার সন্ধ্যা ৭টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালের মডেল ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি প্রেসক্লাব যশোরের সদস্য ড. মহিউদ্দিন মোহাম্মদের বড় ভাই। রোববার বাদ জোহর বারান্দিপাড়া কদমতলা মসজিদের নাঈমের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ উল্লাহ সেপটিকজনিত রোগে ভুগছিলেন। গত ৩১ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকালে চিকিৎসাধীন মোহাম্মদ উল্লাহকে দেখতে হাসপাতালে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি দীর্ঘক্ষণ তার পাশে ছিলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম এবং জেলা যুবদলের সদস্য সচিব মো. আনসারুল হক রানা, ও কাজী নূর উপস্থিত ছিলেন।

মোহাম্মদ উল্লাহর মৃত্যুর সংবাদ পেয়েই তার বাসভবনে ছুটে যান দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো. আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস.এম ফারহাদ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।