শার্শায় বিএনপি কর্মী লিটন হত্যা ৪ আসামি ঢাকা থেকে আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের বিএনপি কর্মী লিটন হোসেন (৩২) হত্যা মামলার চার আসামিকে ঢাকা থেকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। গত ১০ জুন রাত সাড়ে ৮টার দিকে লিটন হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। লিটন দুর্গাপুর গ্রামের আজগর আলীর ছেলে।

আটককৃতরা হলো: দুর্গাপুর গ্রামের মোমিন মিয়া (৫০) ও তার ছেলে সেলিম মিয়া (৩২), আব্দুল আজিজের ছেলে রমজান আলী (৩০) এবং মৃত তৈয়ব আলীর ছেলে আক্তার হোসেন (৪০)।

পুলিশ জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে ১০ জুন রাতে চেয়ারম্যান বাড়ি মোড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখা হয় লিটনকে। খবর পেয়ে তার বাবা আহত লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের বাবা ১১ জুন শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার মূল আসামি সেলিম মিয়াকে গত বৃহস্পতিবার (১২ জুন) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি তিন আসামিকে তুরাগ থানাধীন ধওর কবরস্থানের পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে আটক করে ডিবি পুলিশ।

পরে আটককৃতদের যশোরে নিয়ে এসে আদালতে হাজির করা হয়। পুলিশ জানিয়েছে, আদালতে সেলিম হত্যার কথা স্বীকার করেছে। এরপর তাদের জেল হাজতে পাঠানো হয়।