কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, দুই নেতা সাময়িক বহিষ্কার

0

স্টাফ রিপোর্টা, ঝিনাইদহ॥ জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপজেলা বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে ২ জন নিহত ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করে ঝিনাইদহ জেলা বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়াদ্দার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ও কোলা ইউনিয়নে সংঘর্ষে দুজন নিহত ও বাড়িঘরে ভাংচুরের ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

একই সাথে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেন (মুহুরী)- কে দলীয় সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সংঘর্ষ ও হামলা-ভাঙচুরের সাথে অন্য কেউ যদি জড়িত থাকে, অধিকতর তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও দুই নেতার সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ইউনুছ আলী নিহত হন। ওই ঘটনায় গুরুতর আহত মহব্বত আলী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত দুজন সহোদর ভাই।