বেনাপোল ইমিগ্রেশনে মাস্ক পরা বাধ্যতামূলক

0

মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর) জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বেনাপোল স্থলবন্দরে মাস্ক পরার নির্দেশনা জারি করেছে সরকার। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে বেনাপোল ইমিগ্রেশনেও। তবে পাসপোর্টধারী যাত্রীসহ ইমিগ্রেশন পুলিশ, বন্দর ও কাস্টমসে কর্মরত অনেকে এ নির্দেশনা মানতে অনীহা প্রকাশ করছেন।

মঙ্গলবার ভারত থেকে আগত ও ভারতে যাওয়া যাত্রীদের মাস্ক পরার নির্দেশনা দিতে দেখা যায় ইমিগ্রেশন স্বাস্থ্যকর্মীদের। মেডিকেল ডেস্কে দায়িত্বে থাকা উপ-সহকারী কর্মকর্তাদের ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করতে দেখা যায়। তবে ইমিগ্রেশন ও বন্দর এলাকায় ঘুরে দেখা গেছে, অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। মাস্ক ছাড়া চলাফেরা করছেন পুলিশ, কাস্টমস ও বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারাও। হাত ধোয়ার বেসিনটি নষ্ট হয়ে পড়ে আছে চার বছর ধরে। নেই পানি বা সাবানের ব্যবস্থা।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াজ আহম্মেদ মুন্সী বলেন, ‘ইমিগ্রেশনে সচেতনতামূলক লিফলেট লাগানো হয়েছে এবং দূরত্ব বজায় রেখে পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পুলিশ সদস্যদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।’

বেনাপোল বন্দরের উপ পরিচালক মামুন কবির তরফদার জানান, ঈদের ছুটিতে বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। চালু হলে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হবে।