শালিখায় চিত্রা নদী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শালিখায় চিত্রা নদী থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯ টার দিকে স্থানীয়রা উপজেলার গোবরা গ্রামের চিত্রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত লাশ উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে শালিখা উপজেলার পাঁচকাউনিয়া গ্রামের আব্দুল গফফার তার মায়ের লাশ শনাক্ত করেন।

মৃতের স্বজনরা জানান, শালিখা উপজেলার পাঁচকাউনিয়া গ্রামের মৃত সামেদ মোল্লার স্ত্রী তারা বিবি (৮০) ঈদের দিন বিকেলে বাড়ি থেকে মেয়ের বাড়ি যাওয়ার কথা বলে বের হন। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার গোবরা গ্রামে চিত্রা নদীতে একটি ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে শালিখা থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ হেফাজতে নেন। পরে নড়াইল জেলার বড়দিয়া থেকে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। তারা লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্যে নিয়ে যান।