ঈদুল আজহা উপলক্ষ্যে ভোমরা স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ ৫ জুন থেকে আগামী ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

ভোমরা স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান , ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার বরাবর গত ২০ মে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ৫ জুন বৃহস্পতিবার থেকে আগামী ১৪ জুন শনিবার পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি বা রফতানি করা হবে না। ঈদের ছুটি শেষে ১৫ জুন রোববার থেকে যথারীতি বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক তুফান মণ্ডল জানান, ঈদের ছুটিতে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দু দেশের পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।