বেনাপোল পৌরসভার বাজেট ঘোষণা

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার এ বাজেট ঘোষণা করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী নাজিব হাসান।

বেনাপোল পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩০ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৮৮৭ টাকার সংশোধিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৬৭ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৮৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন তিনি। এ বাজেটে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ৮ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৯৬৪ টাকা, রাজস্ব ব্যয় ৮ কোটি ১১ লাখ ১৪ হাজার টাকা এবং রাজস্ব উদ্বৃত্ত ৬৫ লাখ ৫৫ হাজার ৯৬৪ টাকা ধরা হয়েছে। এছাড়া উন্নয়নখাতে (বিভিন্ন প্রকল্পসহ এডিপিখাতে) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয় ১৫৮ কোটি ৭৬ লাখ ৭১ হাজার ৯০৪ টাকা, উন্নয়ন ব্যয় ১৫৮ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ৯০৪ টাকা এবং সমাপনী স্থিতি ১০ লাখ টাকা টাকা ধরা হয়েছে। পৌরবাসীর ওপর অতিরিক্ত কোনো কর আরোপ করা হয়নি বলে প্রশাসক জানান।