অ্যাড. বোরহান উদ্দীন জাকির যশোর সম্মিলনী ইনস্টিটিউশনের সভাপতি নির্বাচিত

0

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ যশোরের সম্মিলনী ইনস্টিটিউশন পরিচালনার জন্য চার সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক বোরহান উদ্দীন জাকির।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সদস্য সচিব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার, শিক্ষক প্রতিনিধি জেসমিন কবির ও অভিভাবক সদস্য মো. কোরবান আলী। এ উপলক্ষ্যে বুধবার সকাল ১০টার দিকে (৪ জুন) সম্মিলনী ইনস্টিটিউশনে নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম সিদ্দিকী চুন্নু, দৈনিক লোকসমাজের সিটি এডিটর শেখ আব্দুল্লাহ হুসাইন, বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান কুরবান, ব্যবসায়ী গোলাম তাহের টগর, যশোর নগর বিএনপির ২নম্বর ওয়ার্ড সভাপতি ও যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজ, যশোর পৌরসভার সাবেক কমিশনার মফিজুর রহমান হিমু, আশার আলো কলেজের প্রভাষক আভাস ঘোষ, স্বপন গাঙ্গুলি, বিদ্যালয়ের শিক্ষক চঞ্চল সরকার, আশরাফুল আলম সেলিম, সৈয়দ আলী, আরশাদ আলী, সাইদুজ্জামান ববি, মনিরুল ইসলাম ও কানিজ ফাতিমা সুমাইয়া।