অপসাংবাদিকতারোধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান

যশোরে প্রেস কাউন্সিলের সাংবাদিক প্রশিক্ষণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ‘গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।

প্রেস কাউন্সিলের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় শনিবার যশোর সার্কিট হাউস কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে বিচারপতি এ.কে.এম আব্দুল হাকিম বলেন, ‘সাংবাদিকতা শুধু তথ্য প্রদানের মাধ্যম নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। অপসাংবাদিকতা যেমন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে, তেমনি গণমাধ্যমের ওপর মানুষের আস্থাও কমে যায়। সঠিক তথ্য যাচাই, নিরপেক্ষতা ও নৈতিকতা রক্ষা করেই একজন সাংবাদিকের প্রকৃত দায়িত্ব পালন করা উচিত।’

তিনি আরও বলেন, ‘অপসাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা দরকার, যা সাংবাদিকতা পেশার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সমাজের কল্যাণেই সাংবাদিকতা। মিথ্যা গুজব ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা সাংবাদিকতার কাজ নয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মাধ্যমে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করলে পেশায় ঝুঁকি থাকবে না।’

প্রধান অতিথি জোর দিয়ে বলেন, ‘জাতির কল্যাণে জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি। তাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং বিভাজন তৈরি না হয় সেদিকে লক্ষ্য রেখে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে সাংবাদিকদের সর্বদা সতর্ক থাকতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘সমাজের প্রতি দায়িত্বশীলতা রক্ষার ক্ষেত্রে ব্যক্তি যদি ঠিক না হয়, আইন দিয়ে সব হয় না, সব ‘বিগ থ্রি জিরো’ হয়ে যায়।” ডিজিটাল নিরাপত্তা (সাইবার সিকিউরিটি) আইন বাতিল হয়েছে উলে¬খ করে তিনি সাংবাদিকদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহিতার মামলা নিয়েও কথা বলেন।

যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্সপার্সন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম এবং জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিম।

কর্মশালায় অপসাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ প্রয়োগসহ নানান দিক নিয়ে প্রশ্লোত্তর পর্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌলা, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো. আকরামুজামান, লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ, দৈনিক যুগান্তর যশোর যশোর ব্যুরো প্রধান তৌহিদ জামান, প্রথম আলো যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আমির হোসেন মৃধা জুয়েল প্রমুখ।

কর্মশালা শেষে প্রধান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এই কর্মশালায় যশোর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।