ফেনসিডিল মামলায় ঝিকরগাছার নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

0

স্টাফ রিপোর্টার ॥ ফেনসিডিল সংক্রান্ত একটি মামলায় ঝিকরগাছার নারী মাদক ব্যবসায়ী শাবানা বেগমকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে যশোরের একটি আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি শফিকুল আওলিয়াকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

শনিবার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এই রায় প্রদান করেন। আদালতের পিপি অ্যাড. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত শাবানা বেগম ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের আইমুদ্দিন গাজীর মেয়ে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। খালাস পাওয়া শফিকুল আওলিয়া বেনাপোল পোর্ট থানার বালুন্ডা আওলিয়াপাড়ার সিরাজুল আওলিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৭ জুলাই শার্শা থানার এসআই মুরাদ হোসেন স্থানীয় জামতলার বিশ্বাস ব্রিকসের সামনে থেকে শাবানা বেগমকে আটক করেন। এসময় পালিয়ে যান তার সহযোগী শফিকুল আউলিয়া। পরে পুলিশ আটক শাবানা বেগমের কাছে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় এসআই মুরাদ হোসেন শার্শা থানায় মামলা করেন।

ওই মামলায় আসামি শাবানা বেগমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি শফিকুল আওলিয়াকে খালাসের আদেশ দেয় আদালত।