বোমা বিস্ফোরণে ভাই-বোন হতাহতের ঘটনায় প্রধান সন্দেহভাজন আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শংকরপুরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশু ভাই-বোন হতাহতের ঘটনায় প্রধান সন্দেহভাজন, চিহ্নিত সন্ত্রাসী রাব্বি হোসেন ওরফে মুসা (২৮)-কে আটক করেছে র‌্যাব।

শনিবার দুপুরে শহরের রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মুসা শংকরপুর জমাদ্দারপাড়ার হাফিজুর রহমান ওরফে নাপিত হাফিজুরের ছেলে।

র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ মে সকালে শংকরপুরে নিজ ঘরে বোমা বিস্ফোরণে শিশু সজীব ও খাদিজা গুরুতর আহত হয়। পরে ঢাকায় নেওয়ার পথে শিশু খাদিজা মারা যায়। এই ঘটনায় হতাহত দুই শিশুর মা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশের তদন্তে মুসার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হলে তারা আটকের জন্য র‌্যাবের সহায়তা চায়। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সোয়া ২টার দিকে যশোর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা মুসাকে আটক করে। আটকের পর তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

রেলস্টেশন এলাকার একটি সূত্র জানায়, সন্ত্রাসী মুসা তার সহযোগী হৃদয় (১), হৃদয় (২) ও রায়হানসহ ৫ জন ওভার ব্রিজের উত্তর পাশে টাওয়ার মোড়ে অবস্থান করছিল। র‌্যাব সদস্যরা অভিযান চালালে মুসাকে আটক করতে পারলেও তার সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

শংকরপুর এলাকার একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, ওই বোমার মালিক সন্ত্রাসী মুসা। এলাকায় সে চাকুবাজ হিসেবে পরিচিত। সহযোগীদের নিয়ে সে রাতের বেলায় চুরি ও ছিনতাই করে বেড়ায়। সম্প্রতি সে শংকরপুর ছোটনের মোড়ে রাস্তায় ঝাড়ুর কাজ করা এক যুবককে বেধড়ক মারধর করেছিল। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। এ কারণে তার আটকের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।