ঝিকরগাছায় গদখালী বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী যথাযথভাবে পালনের লক্ষ্যে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার গদখালী বাজারে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান তবি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবিরা নাজমুল মুন্নি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটু, সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম, বিএনপি নেতা শফিউল্লাহ খান লিটন, নূর মোহাম্মদ, আবুল হোসেন বাবু, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক মীর আফরোজ মনা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আখিজুর রহমান পলাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক জামশেদ আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রস্তুতিমূলক সভায় আগামী ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।