বেনাপোলে হেরোইনসহ ভারতীয় নাগরিক আটক

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥ যশোর ৪৯ বিজিবির বেনাপোল ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তের গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ জয়ন্ত দত্ত নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন।

শনিবার রাতে বেনাপোলের গাজীপুর এলাকায় এ অভিযান চলে। ৪৯ বিজিবির উপঅধিনাযক মেজর ফারজিন ফাহিমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে বিজিবি।

আটক জয়ন্ত দত্ত ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তের ছেলে।

যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ভারতীয় নাগরিক হেরোইন নিয়ে মোটরসাইকেলে আসছে।

এমন সংবাদে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির উপঅধিনায়ক মেজর ফারজিন ফাহিমের নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের একটি টহলদল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়।

এ সময় ৫০০ গ্রাম হেরোইন, দুটি ভারতীয় মোবাইল সিম ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।