মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ২৪

0

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা॥ চোরাই পথে ভারত থেকে দেশে আসার সময় সীমান্ত এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ২৪ জনকে আটক করেছেন মহেশপুর ৫৮ বিজিবির সামন্তা ক্যাম্পের সদস্যরা। আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ৬ জন নারী ও ৫ জন শিশু।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভারত থেকে চোরাই পথে দেশে আসার সময় সামন্তা বিজিবি ক্যাম্পের সদস্যরা বাঁশবাড়ীয়া ইউনিয়নের রুলীর মোড় থেকে রোববার রাতে নারী-পুরুষ ও শিশুসহ ২৪ জনকে আটক করেন। আটকদের বাড়ি নড়াইল,খুলনা ও বরিশাল জেলার বিভিন্ন উপজেলায়।

আটকদের মহেশপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।