মাদক ব্যবসায়ীদের হামলায় জামায়াতের ৫ কর্মী আহত ঝিকরগাছায়

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোর ঝিকরগাছার পল্লীতে মাদক ব্যবসায়ীদের হামলায় জামায়াতের ৫ কর্মী গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর বাজারে।

আহতরা হলেন-বারবাকপুর গ্রামের খন্দকার পাড়ার মৃত আমিরুল হকের ছেলে খন্দকার রফিকুল ইসলাম বকুল (৫৭) ও খন্দকার বিপুল হোসেন (৫০), আব্দুর রশিদের ছেলে খন্দকার জোবায়ের হোসেন (৩৩), মৃত আজাহার আলীর ছেলে আব্দুর রশিদ (৫২) ও তার ছেলে ইয়াবেদ হোসেন (২৮)। তারা বর্তমানে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা জামায়াতে ইসলামীর কর্মী বলে জানা গেছে।

আহত সৌদি প্রবাসী বিপুল হোসেন বলেন, তিনি এদিন বিকেল সাড়ে তিনটার দিকে বারবাকপুর মাদ্রাসার সামনে মশিয়ার রহমানের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। একই সময় ওই দোকানে এসে বারবাকপুরের বেলে মাঠ এলাকার আমিন উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী উজ্জল হোসেন গাঁজা সেবন করছিল। এরই মধ্যে সৌদি প্রবাসী বিপুল হোসেনের মোবাইন ফোনে কুয়েত থেকে একটি ভিডিও কল আসে। সেই কল তিনি রিসিভ করেন এবং কথা বলতে থাকেন। এসময় পাশে ‘গাঁজা সেবন দেখানো হচ্ছে’ এমন অভিযোগ তুলে উজ্জল ফোনটি কেড়ে নিয়ে পাশের দেয়ালে ছুুড়ে মারে।

এ খবর জানতে পেরে বিপুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে মাদকসেবী উজ্জল, রসুল মিয়া, মিকাইল হোসেন, সাগর হোসেন ও মুন্নাসহ বেশ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে ওই ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ঝিকরগাছা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানান গদখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম।