আ.লীগের নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যশোরে জামায়াতের শোকরানা সমাবেশ

0

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যশোরে জামায়াতে ইসলামীর শোকরানা সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার যশোর দড়াটানা ভৈরব চত্বরে জামায়াতে ইসলামী যশোর শহর শাখার সভাপতি অধ্যাপক শামসুজ্জামান এর সভাপতিত্বে শোকরানা সমাবেশ ও আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকি, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুজ্জামান, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, খন্দকার রশিদুজ্জামান রতনম, আধ্যাপক আশরাফ আলি, মাওলানা ইসমাইল হোসেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, দেশের ইতিহাসে আওয়ামী লীগ যে দমন-পীড়ন চালিয়েছে, তার প্রতিবাদে এবং ইসলামী আন্দোলনের শহীদদের রক্তের ঋণ শোধের এই দিনটি গুরুত্বপূর্ণ মাইল ফলক।

আওয়াামী লীগ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামপন্থী রাজনীতি এবং আলেম সমাজের ওপর বারবার আঘাত হেনেছে। পতিত স্বৈরাচার সরকারের শাসনামলে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ফাঁসি, গ্রেপ্তার এবং হত্যার ঘটনা ঘটেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিচার ও ফাঁসির ঘটনা এদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। আজ সেই আওয়ামী লীগের পরিণতি থেকে সবাইকে শিক্ষা নেয়া উচিৎ। প্রমাণ হয়েছে, জুলুম নির্যাতন, অবিচার করে কেউ টিকে থাকতে পারে না।

সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল বের হয় এবং তা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।