যশোরের ৫ রত্নগর্ভা মা পেলেন সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব মা দিবসে যশোরের পাঁচ রত্নগর্ভাকে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে সাংস্কৃতিক সংগঠন শেকড় যশোরের পক্ষ থেকে আনুষ্ঠানিভাবে সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, শিক্ষাবিদ ড. প্রফেসর মোস্তাফিজুর রহমান, তালবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভিন, যশোর কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, বাঁচতে শেখা নির্বাহী পরিচালক অঞ্জেলা গোমেজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, নারী নেত্রী অধ্যাপক হাবিবা শেফা, শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু প্রমুখ। সম্মাননা প্রাপ্ত মায়েরা হলেন, রাজিয়া সুলতানা, সাহানারা খাতুন, নাজমা খাতুন, নুর জাহান বেগম ঝরণা (মরণোত্তর) ও শামছুন্নাহার বেগম (মরণোত্তর)।