ঝিকরগাছায় সংঘর্ষে আহত আশার মৃতু, গ্রেফতার- ৬

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় আধিপত্য বিস্তার নিয়ে দু গ্রুপের সংঘর্ষে আহত আশাদুল ইসলাম আশার (৫০) মৃত্যু হওয়ায় থানায় মামলা হয়েছে। মামলায় ১৭ জনকে এজাহারভুক্তসহ আরও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রোববার নিহত আশাদুল ইসলাম আশার বোন নাসিমা বেগম ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেন। পুলিশ মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আসামিরা হলেন, কাগমারী গ্রামের দুখে মিয়ার ছেলে আহম্মদ আলী, ফজলুর রহমানের ছেলে ওলিয়ার রহমান, তফসির আলীর ছেলে জাহাঙ্গীর, মোহাম্মদপুর গ্রামের জনাব আলী ও আরব আলী, ছুটিপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে রাকিব হোসেন।

শনিবার (১০ মে) বিকেলে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর বাজারে অধিপত্য বিস্তার নিয়ে দু পক্ষের সংঘর্ষে গোরশুটি গ্রামের আতাল ময়রার ছেলে আশাদুল ইসলাম আশা (৪৬), মহিদুল ইসলাম (৫০), মোজামের ছেলে আনিছুর ফকির (৩৮), হানেফ আলীর ছেলে মোতালেব (৪০), গঙ্গানন্দপুরের মিজানুর রহমান (৪০)সহ বেশ কয়েকজন জখম হন।

জখম আশাদুল ইসলাম আশা ও মহিদুল ইসলামকে প্রতিপক্ষরা হাসপাতালে নিতে দেয়নি। তাদেরকে রিকশাভ্যানে দঁড়ি দিয়ে বেঁধে বাড়িতে পাঠিয়ে দেয়। দীর্ঘ সময় পর পার্শ্ববর্তী শার্শা উপজেলার কাশিপুর, চৌগাছা উপজেলার কাবিলপুর ব্রিজ হয়ে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয় আহতদের।

অতিরিক্ত রক্তক্ষরণের কারনে মুমূর্ষু অবস্থায় আশাদুল ইসলাম আশা ও মহিদুল ইসলামকে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে আশাদুল ইসলাম আশা মারা যান।