শার্শায় ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় আহত- ২

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খুলনা- বেনাপোল রেলপথের লেভেল ক্রসিঙে বালি বোঝাই একটি ট্রাকে ট্রেনের ধাক্কায় দুজন আহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে খুলনাগামী খুলনা কমিউটার ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন ট্রাকের ড্রাইভার মাহমুদ হোসেন (৪৫) ও হেলপার কওছার আলী (২৮)।

স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেনটি নাভারন রেল ক্রসিং অতিক্রম করার সময় সিমেন্ট বোঝাই এটি ট্রাকে ধাক্কা লাগে। ওই সময় ট্রাকটি রেল ক্রসিং পার হচ্ছিল। দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক থেকে ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।