নার্সিং শিক্ষার্থীদের ‘শাট ডাউন’ ঘোষণা, যশোর নার্সিং কলেজে তালা

0

স্টাফ রিপোর্টার ॥ এইচএসসি পাশের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী কোর্সকে স্নাতক ডিগ্রি সমমানের দাবিতে ‘কমপ্লিট শাট ডাউন’ ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

গতকাল শনিবার শিক্ষার্থীরা যশোর নার্সিং এন্ড মিডওয়াইফারী কলেজের প্রধান ফটকে তালা দিয়ে ব্যানার ঝুলিয়ে দেয়। এর আগে তারা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে প্রতিদিনের মতো সমাবেশ করে এবং শ্রেণিকক্ষের পাঠ, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্রাকটিস অনির্দিষ্টকালের জন্য বন্ধসহ ‘কমপ্লিট শাট ডাউন’ ঘোষণা করে। নার্স নেত্রী শান্তা, তাসপিয়া ও আনিছুর রহমানসহ প্রায় শতাধিক শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।

তারা জানিয়েছেন, তারা এইচএসসি পাশ করার পর তিন থেকে সাড়ে তিন বছর ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী কোর্সে পড়াশুনা করছেন। এ পড়াশুনা করাকালীন তাদের স্নাতক ডিগ্রি (বিএ পাশ) সমমান স্বীকৃতি দেয়া উচিৎ। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান স্নাতক পাশ সমমান ডিগ্রি প্রদান করা হলেও নার্সিংয়ে তাদের এ স্বীকৃতি দেয়া হচ্ছে না।

শিক্ষার্থীরা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা আন্দোলন করে আসছেন। গত ৭ মে স্বাস্থ্য বিভাগ ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ডিপ্লোমা কোর্সকে ‘স্নাতক’ সমমানের স্বীকৃতি দেয়ার কথা থাকলেও কোন রকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এতে করে তাদের দাবি বাস্তবায়িত না হওয়ায় এ “কমপ্লিট শাট ডাউন” কর্মসূচি ঘোষণা করা হয়েছে।