যশোরে নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্নু চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সচিব অ্যাড. শহীদ আনোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য কাজী আব্দুল বাসেত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য চৌধুরী মাহমুদ রেজা, অ্যাড. গোলাম ফারুক লিটন। অনুষ্ঠানে ষষ্ঠ হতে স্নাতক শ্রেণি পর্যন্ত মোট ৯৪ জন শিক্ষার্থীকে এককালীন ২ লাখ ৮৬ হাজার টাকা প্রদান করা হয়।