মহেশপুর সীমান্ত থেকে ৩৫ জন আটক

0

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা॥ বৃহস্পতিবার রাতে মহেশপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করেছে। আটকদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পারিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে চোরাই পথে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় মহেশপুরের বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী,পুরুষ ও শিশুসহ ৬ জনকে আটক করেন।

একই সময় পলিয়ানপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী,পুরুষ ও শিশুসহ ১৮ জনকে আটক করে।

অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যারাতে শ্রীনাথপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী,পুরুষ ও শিশুসহ ১১ জনকে আটক করে।