বাঘারপাড়ায় মহিলা দলের কর্মী সমাবেশ

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা॥ বাঘারপাড়ায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদরের মহিরণ ব্র্যাক মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশ হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান।

উপজেলা মহিলা দল নেত্রী মদিনা বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল বারি রবু, মহিলা দলের সাধরণ সম্পাদক ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, যুগ্ম সম্পাদক শামসুন্নাহার পান্না, আরাফাত আরা ডলি, আনোয়ারা পারভিন আনু, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাস হোসেন, পৌর শাখার মেহেদী খন্দকার, হাবিবুর রহামান, বিএনপি নেতা হাফিজুর রহামান, মনিরুজ্জামান তপন, এএসএম আসলাম হোসেন প্রমুখ।