যশোরে আদালতের কর্মচারীদের ২ ঘন্টা কর্মবিরতি পালন

0

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন সোমবার যশোরে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে।

দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তারা এই কর্মবিরতি পালন করে। এ সময় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন।

কর্মচারীদের দাবি, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন আলাদা সচিবালয় করাসহ অধনস্ত আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদা ও বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন।

কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি মো. মোনায়েম কবির, সাধারণ সম্পাদক শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি বিপ্লব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শফিউল ইসলামসহ শতাধিক কর্মচারী।