সেন্ট্রাল মুজিব সড়ক ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার ॥ সেন্ট্রাল মুজিব সড়ক ব্যবসায়ী সমিতি যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে হাদিউজ্জামান বাপ্পী সভাপতি এবং আল মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার সংগঠনের কার্যালয়ে দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। বিকেল ৫ টায় ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৭ টায় শেষ হয়। নির্বাচনে ৬৫ জন ভোটারের মধ্যে ৬২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি হাদিউজ্জামান বাপ্পি ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন ২০ ভোট পান। এছাড়া সাধারণ সম্পাদক পদে আল মাসুদ রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার তাবারক হোসেন ফলাফল ঘোষণা করেন। পরে সংগঠনের বিদায়ী নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে নির্বাচন কমিশনারসহ সদস্যদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর করেন।