এবার উচ্চতর গণিতে ভুল এসএসসি পরীক্ষায়

0

বিশেষ প্রতিনিধি॥ ভুল পিছু ছাড়ছে না যশোর শিক্ষা বোর্ডের এসএসসির প্রশ্নপত্রে। এবার ভুল পাওয়া গেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চতর গণিতে। রোববার এ পরীক্ষা হয়।

বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও পরীক্ষার্থীরা জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষা চলছে। এরি ভেতর অনেকগুলো পরীক্ষা শেষ হয়েছে। বাকি রয়েছে আরো কয়েকটি। যেসব পরীক্ষা শেষ হয়েছে তার অনেকগুলোর প্রশ্নপত্রে ভুল রয়েছে। এতে মেধাবী পরীক্ষার্থীরা চিন্তায় পড়েছে। এরআগে ইংরেজি প্রথমপত্রের প্রশ্নপত্রে ভুল পাওয়া যায়। আরো কয়েকটি বিষয়ের প্রশ্নপত্রেও ভুল পাওয়ার অভিযোগ আছে। সর্বশেষ বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিতে ভুল পাওয়া গেছে।

উচ্চতর গণিতের ০১ সেটের ১২৬ নম্বর বিষয় কোডের সৃজনশীলের ৫ নম্বর প্রশ্নে ভুল পাওয়া গেছে। রোববার পরীক্ষা দিতে গিয়ে মেধাবী শিক্ষার্থীদের কাছে এ ভুল ধরা পড়ে। এ নিয়ে একাধিক শিক্ষার্থী লোকসমাজের কাছে তাদের দুশ্চিন্তার কথা জানায়। তারা আশঙ্কা করছে এটি তাদের ফলাফলে প্রভাব ফেলবে। তবে বোর্ড কর্তৃপক্ষ বলছে, ভুল থাকলে খাতা দেখার সময় প্রধান পরীক্ষক ছাত্র-ছাত্রীদের পুরো নম্বর দিয়ে দেবেন। যদি তারা নম্বরটি অ্যাটেন্ড করে। তাই পরীক্ষার্থীদের চিন্তার কোন কারণ নেই।

নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিবের দায়িত্বরত আব্দুল মান্নান দৈনিক লোকসমাজকে বলেন, এতে ছাত্র-ছাত্রীদের কোন ক্ষতি হবে না। প্রধান পরীক্ষক তাদের পূর্ণ নম্বরের ব্যবস্থা করবেন।

যশোরের একটি খ্যাতনামা মাধ্যমিক বিদ্যালয়ের এক পরীক্ষার্থী বলে, সহজ ভেবে আমি ৫ নম্বর প্রশ্নের উত্তর দিতে যাই। পরে দেখি উত্তর মিলছে না। কারণ ট্রাপিজিয়ামের একজোড়া বাহু সমান্তরাল ও একজোড়া অসমান্তরাল হয়। কিন্তু প্রশ্ন যেভাবে করা হয়েছে তাতে উত্তর মেলে না। এ প্রশ্নের উত্তর দিতে অনেকটা সময় চলে যায়। তাই বিকল্প হিসেবে অন্য প্রশ্নের উত্তর দেওয়া যায়নি। আমি ভয়ে আছি নম্বর পাওয়া নিয়ে।

এ ব্যাপারে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক( উচ্চ মাধ্যমিক) মুহাম্মদ নিয়ামত ইলাহী দৈনিক লোকসমাজকে বলেন, এরকম একটি নিউজ পেয়েছি। প্রশ্নে একটু ভুল হয়েছে শুনেছি। তবে পরীক্ষার্থীদের কোন ক্ষতি হবে না। প্রশ্নে যদি ভুল থাকে তবে যারা ওই প্রশ্নটি টাচ করেছে তারা ফুল মার্ক পেয়ে যাবে। হেড এক্সামিনাররা বিষয়টা দেখবেন।