নগর বিএনপির বৈশাখী ফুটবলে ৬ নম্বর ওয়ার্ড ফাইনালে

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর নগর বিএনপি আয়োজিত বৈশাখী ফুটবল উৎসবে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ৬ নম্বর ওয়ার্ড। রোববার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেমিফাইনালে ৩ নম্বর ওয়ার্ডকে ৩-২ গোলে পরাজিত করে। খেলায় বিজয়ীদলের পক্ষে কংকর, সিয়াম ও সাব্বির একটি করে এবং বিজিত দলের পক্ষে মাহিন ও সেন্টু একটি করে গোল করেন।

খেলার শুরুর মাত্র ৭ মিনিটে মাঠের পূর্ব প্রান্ত থেকে জাহিদের কর্ণার কিকে মাহিন হেড দিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান। ফলে ১-০ গোলে এগিয়ে যায় ৩ নম্বর ওয়ার্ড। ২৪ মিনিটে সেন্টুর গোলে ব্যবধান বাড়িয়ে ২-০ হয় ৩ নম্বর ওয়ার্ড। ২-০ গোলে পিছিয়ে থাকা ৬ নম্বর ওয়ার্ড গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে।

প্রথার্ধের খেলার ২৯ মিনিটে কংকর এবং ৩০ মিনিটে সিয়াম গোল করে দলকে সমতায় ফেরান। প্রথমার্ধের খেলা ২-২ গোলে সমতায় থাকার পর দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়রা গোলের জন্য বেশ আক্রমানত্মক ফুটবল খেলতে থাকে। খেলার ৪৬ মিনিটে ৬ নম্বর ওয়ার্ডের সাব্বির গোল করে দলকে ৩-২ গোলের লিড এনে দেন। শেষ পর্যন্ত তারা এই লিড ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে। বিজয়ী দলের তৃতীয় গোলদাতা সাব্বির সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলার শুরুর আগে দু’দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। খেলা শেষে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শেখ শহিদুল বারী রবু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুৃরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহতাব নাসির পলাশ, টুর্নামেন্ট কমিটির আহবায়ক সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।