যশোর নগর বিএনপির বৈশাখী ফুটবল উৎসবে ৩ নম্বর ওয়ার্ডের জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর নগর বিএনপির আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব-১৪৩২ এর তৃতীয় ম্যাচে জয় পেয়েছে ৩ নম্বর ওয়ার্ড। রোববার যশোর টিচার ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর খেলায় সাডেন ডেথে ৮ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে।

দুই দলের খেলোয়াড়দের বল দখলের লড়াইয়ের মধ্য দিয়ে খেলা শুরু হয়। তবে উভয় দলের খেলোয়াড়রা বল দখল করার লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেন। উভয় দলই একের পর এক আক্রমণ পাল্টা পাল্টা আক্রমণ করলেও গোল নামক সোনার হরিণটি আদায় করে নিতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য অবস্থার মধ্য দিয়ে শেষ হয়ে খেলা গড়ায় টাইব্রেকারে।

সেখানেও উভয় দল ২-২ গোলে সমতা বিরাজ করে। পরে সাডেন ডেথে ৩ নম্বর ওয়ার্ড জয় লাভ করে।
খেলায় ৩ নম্বর ওয়ার্ডের হয়ে মাঠে নামে জয়, রাব্বি, ফাহিম, শিমুল, ইয়াসিন, সোহেল, মিলন, আসলাম, মালিক, শাহিন ও আরিফুল। এছাড়া ৮ নম্বর ওয়ার্ডের হয়ে মাঠে নামেন আসিফ চৌধুরী বর্ণ, নাইম ফরহাদ, শাহিদুর, মাসুম শুভ, রোহান, ইকবাল রুজু, নাজমুস সাকিব, মাসুম হাসান সুমন, শাহরুখ খান শাওন, রাব্বি ইসলাম, সাদাব আহমেদ।

খেলায় অসাধারণ নৈপূণ্যতা প্রদর্শনের জন্য বিজয়ী দলের গোলরক্ষক জয় সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে ম্যাচ সেরা পুরস্কার তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস। এ সময় প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তৃতায় খেলায় অংশ গ্রহণকারী দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, নগর বিএনপির বৈশাখী ফুটবল উৎসবের মাধ্যমে আমাদের পারস্পারিক সম্প্রীতির বন্ধনকে আরও অটুট এবং ঐক্যবদ্ধ করবে।

অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ফুটবল উৎসবের প্রতিটি খেলা অনুষ্ঠিত হচ্ছে। যা আমাদের ভালো কাজের জন্য আরও উৎসাহ এবং অনুপ্রেরণা যোগাবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, টুর্নামেন্টের আহ্বায়ক সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।