অতিরিক্ত বিভাগীয় কমিশনারের চৌগাছা পৌরসভা পরিদর্শন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা(যশোর)॥ যশোরের চৌগাছা পৌরসভা পরিদর্শন করেছেন খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত।

সোমবার দুপুরের পর তিনি পৌরসভায় পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসকসহ কর্মকর্তা- কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি পৌরসভার চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম, পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, পৌরসভার সহকারী প্রকৌশলী এমএম রুহুল আমিন, প্রধান সহকারী আক্তারুজ্জামান তুহিনসহ পৌরসভার কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।