ঝাপা বাঁওড়ের পাশে ঘের খননের দায়ে ২ জনকে লাখ টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে ঝাপা বাঁওড়ের পাশে (আগাড়) অবৈধভাবে ঘের খননকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইজনকে একলাখ টাকা জরিমানা করে। এছাড়াও মাটিকাটা দুইটি স্কেভেটর জব্দ করা হয়। শুক্রবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসিল্যান্ড অফিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝাপা বাঁওড়, টেকারঘাট মুক্তেশ্বরী নদী, জয়পুর, মাছনা, বাকোশপোল এলাকায় নদীসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কেটে ঘের নির্মাণ ও বালি উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে এলাকার একটি প্রভাবশালী চক্র একাজে লিপ্ত । প্রশাসন থেকে বার বার সতর্ক করা হলেও চক্রটি যেন থামছেই না। ফলে প্রশাসন এবার অবৈধ মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার দুপুরে উপজেলার ঝাপা বাঁওড়ের পাশে(আগাড়) অভিযান চালিয়ে দুইটি অবৈধ ঘের কাটা বন্ধ করে দেয়। এছাড়াও ঘের মালিক মিজানুর রশিদসহ দুইজনকে একলাখ টাকা জরিমানা ও দুইটি স্কেভেটর জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম জানান, অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।